যুথীর জামিন আবেদন শুনতে নতুন বেঞ্চ নির্ধারণ

|

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোট গণনা ও ফলাফল নিয়ে মারামারির ঘটনায় দায়ের হওয়া মামলায় স্বতন্ত্র সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথীর আগাম জামিন আবেদন শুনতে নতুন বেঞ্চ ঠিক করে দিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে প্রধান বিচারপতির দফতর এ তথ্য নিশ্চিত করেছে। বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এই মামলার আগাম জামিন শুনানির জন্য এরইমধ্যে নথি পৌঁছে দেয়া হয়েছে।

এর আগে, গতকাল সোমবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি সাহেদ নুরুদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য গেলে বিব্রত বোধ করেন ওই বেঞ্চ। পরে নথি পাঠানো হয় প্রধান বিচারপতির কাছে।

উল্লেখ্য, নাহিদ সুলতানা যুথী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী। এছাড়া, মারামারির ঘটনায় আরেক সম্পাদক প্রার্থী ও বিএনপিপন্থী আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল রিমান্ড শেষে কারাগারে আছেন। তিনিসহ ৬ আইনজীবীকে এ মামলায় গ্রেফতার করা হয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply