থিয়াগো সিলভার ইউরোপ অধ্যায় কি শেষ?

|

ব্রাজিলের তারকা ডিফেন্ডার থিয়াগো সিলভার সাথে চলতি মৌসুমেই চুক্তি শেষ হচ্ছে চেলসির। দ্যা ব্লুজদের সাথে চুক্তি নবায়নের কোনো তথ্য না আসলেও শোনা যাচ্ছে, মৌসুম শেষে নিজের সাবেক ক্লাব ফ্লুমিনেন্সে ফিরতে পারেন তিনি। ৩৯ বছর বয়সী এই ডিফেন্ডার নাকি ব্রাজিলের ক্লাবটির সাথে প্রতি সপ্তাহেই যোগাযোগ রাখছেন। খবর ইএসপিএন ব্রাজিল।

জানা যায়, ফ্লুমিনেন্সও থিয়াগোর ব্যাপারে বেশ আগ্রহী। ক্লাবটির ডিরেক্টর ফ্রেড বলেছেন, থিয়াগোকে দলে নেয়াটা দীর্ঘদিন ধরে তাদের স্বপ্ন। ক্লাব প্রেসিডেন্ট প্রতি সপ্তাহেই তার সাথে কথা বলেন। কিন্তু তার ইংল্যান্ডের ক্লাবটির সাথে চুক্তির মেয়াদ এখনও শেষ না হওয়ায় আমরা অপেক্ষা করছি। সে জানে তার জন্য এখানে দরজা খোলা রয়েছে।

উল্লেখ্য, আগামী ৩০ মার্চ প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে মাঠে দেখা যেতে পারে থিয়াগো সিলভাকে। এসি মিলান ও পিএসজি হয়ে চেলসি আসার আগে ফ্লুমিনেন্সের হয়ে শতাধিক ম্যাচে মাঠে নেমেছেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply