খালেদা জিয়ার ফাইল প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

|

হোটেল-রেস্টুরেন্টে কারও মৃত্যু কাম্য নয়। রেস্তোরাঁয় নিশ্চিত করতে হবে সর্বোচ্চ নিরাপত্তা। এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। একীভূত হয়ে রেস্টুরেন্টগুলোকে সেবা দেয়ার সিস্টেম ডেভেলপের আহ্বান জানান।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে সচিবালয়ে মাদক নিরাময় কেন্দ্রের জন্য চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বলেন, মাদক আমাদের দেশের বড় সমস্যা। তরুণদের দূর্বার গতিতে মাদক থেকে রক্ষা করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মন্ত্রী বলেন, মাদকের চাহিদা কমানো, দেশের ভেতরে পরিবহন ও বিক্রি রোধ, প্রতিবেশী দেশ থেকে আসা মাদক বন্ধসহ আসক্তদের নিরাময়ে কাজ করছে সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ১৩০টি বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রকে ৩ কোটি টাকা অনুদান দেয়া হয়েছে। এ সময় হোটেল-রেস্তোরাঁ বন্ধের ইস্যুতে প্রশ্ন তোলা হলে জানান- কারো মৃত্যু কাম্য নয়। জানান, খালেদা জিয়ার সাজা স্থগিতের ফাইল পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। সেটি এখন প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে। তারপর জিও হবে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply