লটারির মাধ্যমে রাজউকের ১২১ কর্মীকে বদলি

|

লটারির মাধ্যমে ১১টি পদের ১২১ জন কর্মীকে বদলি করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে রাজউক ভবনের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব কর্মীদের বদলি করা হয়।

রাজউক কর্মকর্তারা জানান, এভাবে লটারির মাধ্যমে বদলি করা হলে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি কাজের গতি বাড়বে। ফলে নগরবাসী আরও বেশি সেবা পাবে।

রাজউক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা জানান, পদায়ন, বদলি ও অন্যান্য দাফতরিক কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিতে রাজউক কাজ করছে। এর অংশ হিসেবেই লটারির মাধ্যমে বদলির উদ্যোগ নেয়া হয়েছে।

উল্লেখ্য, বদলিকৃত পদগুলো হলো কানুনগো (গ্রেড-১০), ইমারত পরিদর্শক (গ্রেড-১০), হিসাবরক্ষক (গ্রেড-১১), নথিরক্ষণ কর্মকর্তা (গ্রেড-১২), নক্সাকার (গ্রেড-১২), উচ্চমান সহকারী (গ্রেড-১৪), সুপারভাইজার (গ্রেড-১৬), ডাটা এন্ট্রি অপারেটর (গ্রেড-১৬), জুনিয়র হিসাব সহকারী (গ্রেড-১৬), অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৬) এবং নথিরক্ষক (গ্রেড-১৭)। অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান ছাড়াও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply