হেলপারকে বসিয়ে নেমে গেলেন চালক, কিছুক্ষণের মধ্যেই বাস খাদে

|

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২৫ জন আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিসিক শিল্পনগরীর সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তালা উপজেলার জালালপুরের হাতেম আলীর মেয়ে নাজমা খাতুন (৫৫) ও খুলনার ডুমুরিয়া উপজেলার মৃত রাখা চন্দ্র সাহার ছেলে সমীর সাহাকে (৪৫) সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা জানান, খুলনা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস চুকনগরে পৌঁছালে বাসের চালক হেলপারের হাতে বাস দিয়ে নেমে যান। হেলপাল বাসটি চালিয়ে সাতক্ষীরায় নিয়ে আসছিলেন। পথিমধ্যে বিসিক শিল্পনগরী এলাকায় পৌঁছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে উল্টে পড়ে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুর রহমান জানান, প্রাথমিক উদ্ধার কাজ শেষ হয়েছে। আহত দু’জনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply