মস্কোতে কনসার্ট হলে হামলার দায় স্বীকার করলো আইএস

|

রাশিয়ার রাজধানী মস্কোর একটি কনসার্ট হলে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। শুক্রবার (২২ মার্চ) রাতে ক্রকাস সিটি হলে এ ঘটনা ঘটে।

রুশ তদন্তকারীরা বলেছেন, নিহতের সংখ্যা ৬০ জনের বেশি। এদিকে স্বাস্থ্য কর্মকর্তারা জানান, হামলায় প্রায় ১৪৫ জন আহত হয়েছেন; তাদের মধ্যে ৬০ জনের অবস্থা আশঙ্কাজনক।

রক সঙ্গীতের দল ‘পিকনিক’ মস্কোর শহরতলীর ৬২০০ আসনের ক্রোকাস সিটি হলে অনুষ্ঠান শুরু করার ঠিক আগে বন্দুকধারীরা বেসামরিকদের ওপর গুলিবর্ষণ শুরু করে। হলটি তখন কানায় কানায় ভরা ছিল।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সামরিক বাহিনীর মতো পোশাক পরা বন্দুকধারীরা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে সঙ্গীতানুষ্ঠানে আগত লোকজনের দিকে নির্বিচার গুলি ছোড়ে।

একজন প্রত্যক্ষদর্শী জানায়, হঠাৎ তারা পেছন থেকে গুলির শব্দ শুনতে পান। শোনা যায় বিস্ফোরণের শব্দও। এসময় সবাই দৌঁড়ে এসকেলেটরের দিকে চলে যায়।

উল্লেখ্য, ২০০৪ সালে বেসলান স্কুলে হামলার ঘটনার পর থেকে এটিই রাশিয়ায় হওয়া সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা।

https://youtu.be/a3lJxfK7ZuA

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply