‘রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে পূর্ণ সহায়তা দেবে ইইউ’

|

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে পূর্ণ সহায়তা এবং মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের আশ্বাস দিলো ইইউ। শুক্রবার, আসেম শীর্ষ সম্মেলন শেষে এই আশ্বাস দেন ইউরোপীয় জোটের পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেদেরিকা মোঘেরিনি।

১৮ ও ১৯ অক্টোবর দু’দিনের সম্মেলনের পাশাপাশি সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বারসে’র সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ এম মাহমুদ আলি। এসময়, রোহিঙ্গা সংকটের স্থিতিশীল ও শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে বাংলাদেশ সরকারের পাশে থাকার ব্যাপারে আশ্বাস দেন তিনি।

একইসাথে, প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার জন্য ধন্যবাদ জানান তিনি। দ্বাদশ ইইউ-আসেম সম্মেলনে বারবারই উঠে এসেছে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান।

সম্মেলন শেষে, যৌথ এক বিবৃতিতে ইইউ’র পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেদেরিকা মোঘেরিনি মিয়ানমারের প্রতি সংখ্যালঘু মুসলিমদের নিধনের সাথে জড়িতদের স্বচ্ছ বিচারব্যবস্থা ও জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply