সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৩ মার্চ) সন্ধ্যা ৬টার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
গত ৪ মার্চ সস্ত্রীক স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি। ১৯ দিন পর দেশে ফিরলেন বিএনপির মহাসচিব। এর আগেও বেশ কয়েকবার চিকিৎসা করাতে সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, গত বছরের ২৯ অক্টোবর গ্রেফতার হন মির্জা ফখরুল। সাড়ে তিন মাস কারাভোগ শেষে গত ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান তিনি। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। তখন তার পরিবারের ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছিল, দীর্ঘসময় কারাগারে থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক জটিলতা বৃদ্ধি পেয়েছে।
/আরএইচ
Leave a reply