১৪৭ জঙ্গিকে আটক করলো তুরস্ক

|

রাশিয়ার কনসার্ট হলে হামলায় অংশ নেয়ার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তি। ছবি: এএফপি

‘আইএস’ সদস্যদের সন্ধানে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে তুরস্ক। দেশজুড়ে সাঁড়াশি অভিযানে আটক করা হয়েছে ১৪৭ সন্দেহভাজন জঙ্গিকে। জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মঙ্গলবার (২৬ মার্চ) তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রণালয় নিশ্চিত করেছে এ তথ্য। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানান, ৩০টি প্রদেশে চালানো হয়েছে তল্লাশি। গোপন তথ্যের ভিত্তিতে জঙ্গিদের বিভিন্ন আস্তানায় হানা দেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

আটককৃতদের সাথে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে জানানো হয়। অনেকের বিরুদ্ধে বিভিন্ন অঞ্চলে সংঘর্ষে জড়িত হওয়ার তথ্যও রয়েছে। আইএসকে অর্থায়নের অভিযোগও ওঠে কয়েকজনের বিরুদ্ধে।

উল্লেখ্য, গত শুক্রবার (২২ মার্চ) নজিরবিহীন হামলা হয় মস্কোর ক্রোকাস কনসার্ট হলে। বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি এবং অগ্নিকাণ্ডে ১৩৭ জনের প্রাণহানি ঘটে। পরে এ হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী ‘আইএস’। তার রেশ ধরেই ‘আইএস’ সদস্যদের সন্ধানে তুরস্কের এই সাঁড়াশি অভিযান।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply