জাতীয় নির্বাচনের প্রস্তুতি প্রায় শতভাগ সম্পন্ন : সিইসি

|

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি প্রায় শতভাগ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সিইসি কে এম নুরুল হুদা। এবার দুই লাখ ৬৬ হাজার ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলের পোলিং এজেন্টদেরও প্রশিক্ষণ দিতে চায় কমিশন। এক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা প্রত্যাশা করেন সিইসি। সেই সাথে রাজনীতিবিদদের সাথে নির্বাচনী কর্মকর্তাদের দুরত্ব ঘোচানোর আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জানান, নির্বাচনের ২৫ দিন আগে প্রকাশ করা হবে গেজেট। তবে ৫ ভাগ ভোটকেন্দ্র নির্ধারণ নিয়ে এখনো সমস্যা রয়েছে। তিনি বলেন, অতীতের যেকোন সময়ের থেকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য কমিশন মানসম্মত প্রস্তুতি নিতে পেরেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply