মাসুদা ভাট্টির করা মানহানি মামলায় ব্যারিস্টার মঈনুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

|

টেলিভিশন টকশো’তে কটুক্তি করায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন গণমাধ্যম কর্মী মাসুদা ভাট্টি। দুপুরে ঢাকার অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম মুহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালতে মামলাটি দায়ের করেন তিনি। আদালত এ বিষয়ে শুনানি শেষে ব্যরিস্টার মঈনুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

গত ১৬ অক্টোবর একাত্তর টেলিভিশনের টক শো ‘একাত্তর জার্নাল’-এ মাসুদা ভাট্টির প্রশ্নের জবাবে ব্যারিস্টার মঈনুল হোসেন যে জবাব দেন, তার প্রেক্ষিতেই এই মামলা। সামাজিক যোগাযোগ ও বিভিন্ন মারফতে মাসুদা ভাট্টিকে হুমকি দেয়া হচ্ছে বলেও মামলায় দাবি করা হয়।

এদিকে আজ সকালে একটি মামলায় ব্যারিস্টার মঈনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন জামালপুরের আদালত।

অপরদিকে জামালপুর ও ঢাকার মানহানীর মামলায় ব্যারিস্টার মঈনুল হোসেনকে ৫ মাসের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply