গণমাধ্যমের সমালোচনা যেন রাষ্ট্রের ক্ষতির কারণ না হয়: পররাষ্ট্রমন্ত্রী

|

গণমাধ্যম সরকারের সমালোচনা করতেই পারে। তবে সমালোচনা যেন রাষ্ট্রের ক্ষতির কারণ না হয়, সেই ব্যাপারে সতর্ক থাকার তাগিদ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (৩১ মার্চ) জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, সরকারে থাকলে সমালোচনা হবে। দায়িত্বে থাকলে সমালোচনা হবেই। সমালোচনাহীন সমাজ গণতান্ত্রিক ও বহুমাত্রিক সমাজ হতে পারে না। সেই সমালোচনা যদি দেশ বিধ্বংসী হয় তাহলে সেটি কাম্য নয়।

ড. হাছান মাহমুদ বলেন, অনেক সময় সাংবাদিকরা জোর করে বিদেশি কূটনীতিকদের কাছে বিভিন্ন বিষয় জানতে চান। আত্মমমর্যাদাশীল জাতি হিসেবে এগিয়ে যেতে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, বিদেশ থেকে কেউ কেউ বাংলাদেশ বিরোধী তৎপরতা চালায়। তাদের রাজনৈতিক পরিচয় সংশ্লিষ্ট দেশগুলোকে পাঠানো হয়েছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিববুর রহমান বক্তৃতা করেন।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply