বান্দরবানে সোনালী ব্যাংকে লেনদেন স্থগিত

|

সারাদেশ ডেস্ক:

পরপর দুই দিন দুই উপজেলায় দুইটি ব্যাংকের তিনটি শাখায় ডাকাতির পর নিরাপত্তার কারণে বান্দরবানে সোনালী ব্যাংকের সাত শাখায় লেনদেন স্থগিত রাখা হয়েছে। এছাড়া, এ জেলায় অন্যান্য রাষ্ট্রায়ত্ত ও বাণিজ্যিক ব্যাংকের বিভিন্ন শাখায় বুধবার (৩ এপ্রিল) দুপুর ১২টার পর দরজা লাগিয়ে কমবেশি লেনদেন বন্ধ রাখা হয়।

গতকাল মঙ্গলবার রাতে জেলার রুমা বাজারে সোনালী ব্যাংকের টাকা লুটের পাশাপাশি ব্যাংকটির শাখা ব্যবস্থাপককেও অপহরণ করে নিয়ে যান কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা। এরপর আজ দুপুরে থানচিতে কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংকেও ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায়ও কেএনএফের দিকে অভিযোগের তীর। এসব ঘটনায় জেলাজুড়ে ব্যাংকিং সেক্টরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বান্দরবানে সোনালীর ব্যাংকের শাখাগুলোতে লেনদেন কবে চালু হতে পারে, তা নির্ভর করছে পরিস্থিতির ওপর। কাল বৃহস্পতিবার এ নিয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন সোনালী ব্যাংকের কর্মকর্তারা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply