নড়াইলে ধানক্ষেতে বিমানের জরুরি অবতরণ

|

নড়াইল করেসপনডেন্ট:

নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের তারাশি এলাকায় ধানক্ষেতে একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করেছে। বিমানে থাকা দুই স্কোয়াড্রন লিডার নাদিম ও মাহফুজ সুস্থ আছেন। তাদের যশোর বিমানঘাটিতে নিয়ে যাওয়া হয়েছে।

যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার (৩ এপ্রিল) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। বিমানটির তেমন বেশি ক্ষতি হয়নি বলে জানা গেছে।

এর আগে প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৩৪ মিনিটের দিকে যশোর বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। স্কোয়াড্রন লিডার মাহফুজ ও নাদিম বিমানটি পরিচালনার দায়িত্বে ছিলেন। বিমানে কী ধরনের ত্রুটি হয়েছিল সেটি খতিয়ে দেখছে সংশ্লিষ্টরা। তবে বিমানবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাজেদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়েছে।

এদিকে মাঠে বিমান পড়েছে সংবাদ শুনে আশপাশের গ্রাম থেকে উৎসুক জনতা বিমানটি দেখতে আসছে। এ সময় তাদের নিয়ন্ত্রণ করতে নিরাপত্তাকর্মীদের বেশ বেগ পেতে দেখা যায়।

/এটিএম/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply