থানচিতে পুলিশ-বিজিবির সাথে সন্ত্রাসীদের গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা

|

বান্দরবানের থানচি থানা লক্ষ্য করে অস্ত্রধারীদের গুলির পরিপ্রেক্ষিতে শুরু হওয়া গোলাগুলি এখন থামেনি। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে থানা লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে সন্ত্রাসীরা। তাদের প্রতিরোধ করতে থানা–পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে বিজিবিও সন্ত্রাসীদের উদ্দেশ্যে গুলি ছোড়ে।

রাত সাড়ে আটটার দিকে শুরু হওয়া গোলাগুলি চলে দীর্ঘ সময় ধরে। এমন পরিস্থিতেতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গোলাগুলির শুরুর পর থেকেই থানচি বাজার একেবারে জনশূন্য হয়ে পড়েছে। স্থানীয় ও প্রশাসনের দাবি, অস্ত্রধারী সন্ত্রাসীরা কুকি চিনের সদস্য।

থানচির উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন জানিয়েছিলেন, রাত সাড়ে আটটা থেকে থানচি বাজার ও স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় কেএনএফের সঙ্গে পুলিশ ও বিজিবির তুমুল সংঘর্ষ চলছে।

এর আগে, বুধবার (৩ এপ্রিল) দুপুরে থানচি বাজারে গুলি চালিয়ে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি করে সশস্ত্র দুর্বৃত্তরা।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply