বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

|

বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা।
তারা দাবি, আদমজী ইপিজেডের ভেতরে সোয়াদ নামে একটি কারখানার মালিকানা পরিবর্তন হয়েছে। কিনে নিয়েছে একটি বিদেশি প্রতিষ্ঠান। এরপর থেকেই শ্রমিক ছাটাই করার অভিযোগ। চাকরি হারানো শ্রমিকদের আজ বকেয়া দেয়ার কথা থাকলেও, তা না পেয়ে বিক্ষোভ করে তারা। রাস্তা অবরোধ করে ভাঙচুর করে কয়েকটি গাড়ি।

পুলিশ বাধা দিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। টিয়ারশেল ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়া হয় শ্রমিকদের। পরে ক্ষুব্ধ শ্রমিকরা একটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply