তারার বিস্ফোরণ যা দেখা যাবে জীবনে একবারই 

|

গ্রহ, নক্ষত্র ও তারকা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। হঠাৎ এই দিন রাতের আকাশে যদি তারকা বিস্ফোরণ দেখা যায়, তবে ধরে নিতে হবে এমন ঘটনা পুরো জীবনে একবারই ঘটবে। আগামী সেপ্টেম্বরের মধ্যে কোনো এক দিন রাতের আকাশে ঘটতে চলেছে বিরাট এক তারকা বিস্ফোরণ। শনিবার (৬ এপ্রিল) এক প্রতিবেদনে টাইমস অব মালটা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পৃথিবী থেকে তিন হাজার আলোকবর্ষ দূরে ঘটবে এ তারকা বিস্ফোরণ। মহাকাশের করোনা বোরিয়ালিস নক্ষত্রমণ্ডলের বাইনারি তারকা ব্যবস্থা খালি চোখে দেখতে সাধারণত খুবই ম্লান।

তবে প্রতি ৮০ বছর সময়ের ব্যবধানে এই নক্ষত্রপুঞ্জের দুটি তারার মধ্যে স্থানচ্যুতি ঘটে। এ সময় বড় সংঘর্ষে জড়ায় তারা। এ সময় বিশেষ ধরনের পারমাণবিক বিস্ফোরণ সংঘটিত হয়।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে, ওই বিস্ফোরণের ফলে যে আলোর দ্যুতি ছড়াবে, সেটি দৃশ্যমান হবে একটি নতুন তারার মতোই। আর তা ধ্রুবতারার মতোই উজ্জ্বল হবে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply