রূপসা রেলসেতুর সাথে ধাক্কা লেগে কার্গো জাহাজ ডুবি, নিখোঁজ ২

|

ছবি: রূপসা রেলসেতু

খুলনা ব্যুরো:

খুলনার রূপসা রেলসেতুর সাথে ধাক্কা লেগে সারবোঝাই একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। রোববার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় জাহাজের দুইজন নিখোঁজ রয়েছেন। তারা হলেন, পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার বালিপাড়ার মোহাম্মদ কামাল ও নড়াইলের মো. শাখাওয়াত। তাদেরকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌ-বাহিনীর ডুবুরী দল অভিযান চালাচ্ছে।

জাহাজে থাকা নাবিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোংলা বন্দর থেকে সারবোঝাই ‘টিএলএন-১’ কার্গো জাহাজটি নওয়াপাড়া যাওয়ার পথে রূপসা নদীর উপর নির্মিত রেলসেতুর পিলারে ধাক্কা লেগে ডুবে যায়। এতে কার্গোতে থাকা ১৩ নাবিকের মধ্যে ১১ জন সাঁতরে কূলে উঠলেও দুই জন নিখোঁজ রয়েছে।

জাহাজের মাস্টার মোহাম্মদ শহীদুল্লাহ জানান, হঠাৎ জাহাজটির ইলেকট্রো হাইড্রোলিক পাওয়ার হ্রাস পায়। এতে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারের সাথে ধাক্কা লেগে ডুবে যায়।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply