গাজায় হামলা বন্ধের আহ্বান জানানো ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার

|

ছবি: এএফপি

হামাসের কাছে জিম্মি আরও এক ইসরায়েলির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ এপ্রিল) এমন দাবি করেছে দেশটির সামরিক বিভাগ আইডিএফ। এক ভিডিও বার্তায় গাজায় হামলা বন্ধ করতে ইসরায়েলের সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি। খবর এপির।

৪৭ বছর বয়সী ইসরায়েলির নাম ইলাদ কাতজির। তিনি কিবুৎজের বাসিন্দা ছিলেন। আইডিএফ জানিয়েছে, খান ইউনিসে মিলেছে তার মরদেহ। গোয়েন্দাদের দাবি, ইসলামিক জিহাদের সদস্যরা এই হত্যা করেছে। যদিও কোনো তথ্যপ্রমাণ তুলে ধরেনি তারা। তাদের ধারণা, জানুয়ারিতেই হত্যা করা হয়েছে তাকে।

তিন মাস আগে, ইলাদ কাতজিরের একটি ভিডিও প্রকাশ করেছিলো ইসলামিক জিহাদ। গত জানুয়ারির ওই ভিডিওবার্তায় নিজেকে মুক্ত করার আকুতি জানান তিনি। তেল আবিবের দাবি, এ পর্যন্ত হামাসের কাছে জিম্মি ৩৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে হামাস জানিয়েছে, বন্দিদের প্রাণহানির জন্য দায়ী ইসরায়েলি হামলা।

প্রসঙ্গত, আজ রোববার (৭ এপ্রিল) মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনা শুরু হতে যাচ্ছে। কায়রোতে অনুষ্ঠেয় এই আলোচনায় অংশ নেবে হামাস। আলোচনার মধ্যে ইসরায়েলি জিম্মি মুক্তির বিষয়টিও থাকবে বলে আশা করা হচ্ছে।

/এএম  


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply