জেলখানায় অন্য আসামির সাথে কিশোর অপরাধীদের না রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

|

ছবি- প্রতিকী

কিশোর গ্যাংয়ের অপরাধীদের ব্যবস্থাপনায় প্রথাগত আসামিদের মতো আচরণ না করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সচিবালয়ে ব্রিফিংয় এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মাহবুব হোসেন বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যদের সংশোধনের সুযোগ রেখে ব্যবস্থা নিতে হবে। জেলখানায় তাদের অপরাধীদের সাথে না রাখার নির্দেশনা দিয়ে সরকার প্রধান বলেছেন, তারা যেন দীর্ঘমেয়াদে অপরাধের সাথে জড়িয়ে না যায় সেজন্য কাউন্সিলিংয়ের ব্যবস্থা রাখতে হবে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, জাতীয় লজিস্টিক নীতি-২০২৪ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে পণ্য উৎপাদন থেকে ক্রেতার কাছে পৌঁছানোর প্রক্রিয়া সহজ হবে। এছাড়া, ড. এমএ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০২৪ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply