বায়তুল মোকাররমে ঈদ জামাতের সময়সূচি

|

ফাইল ছবি।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ঈদের নামাজের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। জামাতগুলোতে আলাদা আলাদা ইমাম ও মুকাব্বির দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এরপর পর্যায়ক্রমে দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় ও পঞ্চম জামাত সকাল ১০টা ৪৫মিনিটে অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার (৯ এপ্রিল) দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় কাল বুধবার দেশে ৩০ রমজান পালন করা হবে। পরদিন বৃহস্পতিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানানো হয়।

অপরদিকে, গতকাল সোমবার (৮ এপ্রিল) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় এসব অঞ্চলেও রমজান মাস ৩০ দিনে গড়ানো নিশ্চিত হয়। মধ্যপ্রাচ্যে আজ ৩০ রমজান পালিত হচ্ছে। ফলে কাল বুধবার মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

/আরএইচ/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply