নির্বাচনকালীন সরকার নিয়ে সিদ্ধান্ত ২৬ অক্টোবর: ওবায়দুল কাদের

|

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকালীন সরকার কেমন হবে সে বিষয়ে সিদ্ধান্ত হবে ২৬ অক্টোবর। ওই দিন ক্ষমতাসীন দল, সরকারের নীতি নির্ধারক মহল এবং সংসদীয় কমিটির বৈঠকের পর সিদ্ধান্ত জানানো হবে।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন মন্ত্রিসভার আকার গতবারের মতই হবে। আলাদাভাবে ‘নির্বাচনকালীন সরকার’ বলে কিছু থাকছে না জানিয়েছে আওয়ামী লীগ নেতা বলেন, অন্যান্য দেশের নির্বাচনকালীন সরকারের মত দায়িত্ব পালন করবে বর্তমান সরকার।

তিনি জানান, নির্বাচনী ইশতেহারের কাজ শেষ করেছে আওয়ামী লীগ। ২৬ তারিখ এটিও চূড়ান্ত হবে।

শ্রমিকদের দাবি অনুযায়ী চলতি সংসদে আর সড়ক নিরাপত্তা আইন সংশোধন হবে না বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, ব্যারিস্টার মইনুল হোসেনকে রাজনৈতিক কারণে নয়, ব্যক্তি হিসাবে অপরাধ করার কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে।

নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের জোট গঠনের উদ্যোগের বিষয়ে কাদের বলেন, দেশে জোটের মেলা দেখা যাচ্ছে। তবে বেশিরভাগই সিলপ্যাড সর্বস্ব দল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply