‘পাতানো নির্বাচনে অংশ নেয়নি বলেই গণঅধিকার পরিষদের বিরুদ্ধে দমনপীড়ন’

|

সরকারের পাতানো ডামি নির্বাচনে অংশ নেয়নি বলেই গণঅধিকার পরিষদের বিরুদ্ধে দমনপীড়ন চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর বিজয়নগরে পরিষদের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক রাশেদ খান এ অভিযোগ করেন।

তিনি বলেন, জনবিচ্ছিন্ন ভারতীয় তাবেদার সরকার ভিন্নমত নির্মূলে প্রশাসন ও আইন আদালতকে ব্যবহার করছে। যার অংশ হিসেবে চট্টগ্রামে এক ছাত্রলীগ নেতার করা সাবেক ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

রাশেদ খান দাবি করেন, গত নির্বাচনে অংশ নেয়ার জন্য নুরুল হক নূরকে আলটিমেটাম দিয়ে জিম্মি করা হয়েছিল। কিন্তু কোনও ধরনের আপস না করায় এখন হয়রানিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। হামলা-মামলা দিয়ে আগামীতে রাজপথের আন্দোলন থেকে গণঅধিকার পরিষদকে বিচ্যুত করা যাবে না।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply