ফ্রান্সে মুসলিম নারীদের নেকাব পরিধানে নিষেধাজ্ঞা মানবাধিকার লঙ্ঘন : জাতিসংঘ

|

ফ্রান্সে মুসলিম নারীদের নেকাব পরিধান নিষিদ্ধ করাকে মানবাধিকার লঙ্ঘন আখ্যা দিয়েছে জাতিসংঘ। এ সংক্রান্ত আইনটি সংশোধনে ফরাসি সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা- UNHRC। মঙ্গলবার এক বিবৃতিতে জাতিসংঘের বিশেষজ্ঞ কমিটি জানায়, নেকাব পরিধানে নিষেধাজ্ঞা ব্যক্তিজীবনে ধর্মচর্চার স্বাধীনতার প্রতি আঘাত। আইনটি মুসলিমদের প্রতি বৈষম্যমূলক বলেও অভিযোগ করে UNHRC।

২০১০ সালে মুসলিম নারীদের আপাদমস্তক বোরখায় আবৃত বা মুখ ঢেকে পর্দার চর্চা নিষিদ্ধে আইন করে ফ্রান্স। ২০১২ সালে দুই ফরাসি নারীকে জরিমানাও করে প্রশাসন। তাদের অভিযোগের ভিত্তিতে গোটা বিষয়টি আন্তর্জাতিক বিধিমালা অনুযায়ী খতিয়ে দেখে জাতিসংঘের বিশেষ কমিটি। এ ব্যাপারে পরবর্তী করণীয় জানাতে ফরাসি প্রশাসনকে ১৮০ দিনের সময় বেঁধে দিয়েছে কমিটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply