দিবালার একমাত্র গোলে ম্যানচেস্টারকে ১-০ তে হারালো য়্যুভেন্টাস

|

চ্যাম্পিয়ন্স লিগে পাওলো দিবালার একমাত্র গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলের হারিয়েছে য়্যুভেন্টাস।

ওল্ড ট্রাফোর্ডে গ্রুপ এইচের ম্যাচে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচের ১৭ মিনিটেই স্বাগতিক দর্শকদের হতাশায় ডোবায় ইতালিয়ান জায়ান্ট য়্যুভেন্টাস। দলকে লিড এনে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা।

৫১ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদোর দুর্দান্ত শট ফিরিয়ে দেন ডেভিড ডা গিয়া। ৭৫ মিনিটে ম্যাচে ফেরার সুযোগ পায় রেড ডেভিলরা। তবে ক্রসবারে লাগে পল পগবার শট। ৩ ম্যাচে শতভাগ জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে য়্যুভেন্টাস। ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৪।

এদিকে বেনজামা ও মার্সেলোর কল্যাণে ভিক্টোরিয়া প্লে’জেনকে ২-১ গোলের হারিয়ে ব্যর্থতার বৃত্ত ভেঙেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ বার্নাব্যুতে কারিম বেনজামার গোলে ম্যাচের ১১ মিনিটে এগিয়ে যায় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এ গোলের মাধ্যমে মেসি ও রাউলের পর তৃতীয় ফুটবলার হিসেবে টানা ১৪ আসরে স্কোরশিটে নাম লেখান বেনজামা।

এরপর ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ নষ্ট করেন ইসকো। তবে গ্যারেথ বেলের অ্যাসিস্ট থেকে ম্যাচের ৫৫ মিনিটে গোল করেন রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো। ৭৫ মিনিটে এক গোল শোধ করে ভিক্টোরিয়া। গ্রুপ জি’তে ৩ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। টেবিলের শীর্ষে থাকা রোমার পয়েন্টও ৬।

আর শাখতার দোনেস্ক’কে সহজেই হারিয়ে গ্রুপ এফ এর শীর্ষে উঠেছে ম্যানচেস্টার সিটি। দোনেস্কের বিপক্ষে ম্যাচের ৩০ ও ৩৫ মিনিটে গোল করেন ডেভিড সিলভা ও এমরিক লাপোর্তে। ম্যাচের ৭০ মিনিটে শাখতারের কফিনে শেষ পেরেক ঠুকে দেয় সিটিজেনরা। এবার গোল করেন বেনার্দো সিলভা। ৩ ম্যাচে ২ জয় আর ১ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিটিজেনরা। ১ জয় ও ২ ড্র’য় ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিঁও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply