বাংলাদেশের টার্গেট ২৪৭

|

এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে বাংলাদেশকে করতে হবে ২৪৭ রান। এর আগে আজ বুধবার চট্টগ্রামের সাগরিকায় নির্ধারিত ৫০ ওভারে জিম্বাবুয়ে ৭ উইকেট হারিয়ে ২৪৬ রান সংগ্রহ করে।

এদিকে, সাগরিকার শিশির মাথায় রেখেই বল হাত নিয়ে ৫ম ওভারে প্রথম সাফল্য পায় মাশরাফীর দল। ১৪ রান করা মাসাকাদজাকে ফেরান মোহাম্মদ সাইফুদ্দিন। এরপর ঝুয়াওকে নিয়ে ২য় উইকেটে ৫২ রানের পার্টনারশিপ গড়েন ব্রেন্ডন টেইলর। ২০ রান করা ঝুয়াওকে ফিরিয়ে ব্রেকথ্রু এনে দেন মেহেদী হাসান মিরাজ।

তবে, অন্যপ্রান্তে ফিফটি আদায় করে নেন অভিজ্ঞ টেইলর। ৭৫ রান করা এই ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান মাহমুদুল্লাহ রিয়াদ। জিম্বাবুয়ের রান তখন ৩ উইকেটে ১৪৭। এরপর সাইফুদ্দীনের শিকার হয়ে ৪৭ রান করে আউট হন বিপজ্জনক হয়ে উঠা শেন উইলিয়ামস। মাশরাফীর বলে ৪৯ করে তুষ্ট থাকেন সিকান্দার রাজা। শেষ পর্যন্ত ৭ উইকেটে ২৪৬ এ তুষ্ট থাকতে হয় জিম্বাবুয়েকে। ৪৫ রানে ৩ উইকেট নেন সাইফুদ্দিন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply