ভয়াবহ বন্যার কবলে চীনের দক্ষিণাঞ্চলের প্রদেশ গুয়াংডং

|

চীনে দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের পর শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এখন পর্যন্ত বন্যায় মারা গেছেন চারজন এবং নিখোঁজ রয়েছেন আরও ১০ জন। এক প্রতিবেদনে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দক্ষিণাঞ্চলের গুয়াংডং, যেটিকে চীনের সবচেয়ে জনবহুল প্রদেশ হিসেবে ধরা হয়। ইতোমধ্যে, ৬০ হাজারেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।

গুয়াংডংয়ের কর্মকর্তারা স্থানীয় পর্যায়ে বিভিন্ন বিভাগ এবং পৌরসভাগুলোকে প্রাকৃতিক বিপর্যয় এড়াতে জরুরি পরিকল্পনা নিতে শুরু করার আহ্বান জানিয়েছেন। দুর্যোগের মুখে পড়া মানুষেরা যাতে খাবার, কাপড়, পানি এবং নিরাপদ আশ্রয় পায় তা নিশ্চিত করতে দ্রুতই দুর্যোগ মোকাবেলা তহবিল ও অন্যান্য জিনিসও দেওয়া হয়েছে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply