পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ ৩ শিশুর মরদেহ উদ্ধার

|

রাজশাহী করেসপনডেন্ট:

রাজশাহীর শ্যামপুর বালুর ঘাটে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ ৩ কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে রাজশাহীর শ্যামপুর বালুর ঘাটে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই তিন কিশোর। পরে বিকেল পৌনে ৩টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, জেলার কাটাখালি বাখরাবাজ এলাকার রেন্টুর ছেলে যুবরাজ (১২) , লিটনের ছেলে আরিফ (১৩) এবং নুর ইসলামের ছেলে জামাল (১২)। 

স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে ৭ বন্ধু মিলে গোসল করতে নামে। এরমধ্যে এই তিন শিশু পানিতে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের ডুবুরি দল অভিযান শুরু করে। দুপুর পৌনে ৩টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সমা এসব তথ্য নিশ্চিত করে বলেন, আজ মঙ্গলবার দুপুরের দিকে রাজশাহীর শ্যামপুর বালুর ঘাটে পদ্মায় গোসল করতে যান বেশ কিছু শিশু-কিশোর। তাদের মধ্যে তিনজন পানিতে ডুবে যায়। পরে খবর পেয়ে আমাদের ডুবুরিরা তাদের মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply