ময়মনসিংহে ট্রেন-অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত

|

ময়মনসিংহ শহরের পচাপুকুরপার রেল ক্রসিংয়ে ট্রেন ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ১০টা ২৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শেফালি বেগম ও আব্দুর রহমান। তারা ময়মনসিংহ শহরের গন্দ্রপা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ জংশন স্টেশন ছাড়ার পর নিয়ম অনুযায়ী মিন্টু কলেজ রেলক্রসিং ও নতুন বাজার রেলক্রসিংটি ট্রেন অতিক্রমের জন্য বন্ধ ছিলো। এ সময় পচাপুকুরপার রেলক্রসিংটি আটকানো না থাকায় অটোরিকশার সাথে ট্রেনের সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচরে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ও জিআরপি ঘটনাস্থল পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। তবে অটোরিকশায় কতজন ছিল, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

কোতোয়ালী মডেল থানার ওসি মাঈন উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করেছে। বর্তমানে রেলচলাচল স্বাভাবিক রয়েছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply