জিএসপি নিয়ে যুক্তরাষ্ট্র টালবাহানা করছে: শ্রম প্রতিমন্ত্রী

|

তৈরি পোশাক রফতানিতে শুল্ক মুক্ত সুবিধা (জিএসপি) দেয়া নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র টালবাহানা করছে- এমন মন্তব্য করেছেন শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। বললেন, এ কারণেই দেশটি শ্রম আইন নিয়ে বিভিন্ন সময় নানা শর্ত দিচ্ছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাজধানীর সচিবালয়ে যমুনা ওয়েলের শ্রমিকদের লভ্যাংশের চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী এ মন্তব্য করেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, একতরফাভাবে শ্রম আইন সংশোধন করা যাবে না। এতে শ্রমিকের পাশাপাশি মালিকদের স্বার্থও দেখতে হবে। এই আইন নিয়ে যুক্তরাষ্ট্রের একটি দাবি পূরণ করা হলে, তারা আরেকটি দাবি নিয়ে আসবে।

শ্রম প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার যুক্তরাষ্ট্রের যৌক্তিক পরামর্শ গ্রহণ করবে। এছাড়া আগামী বাজেট অধিবেশনে শ্রম আইনের সংশোধনী বিল পাশ হবে বলেও জানান তিনি।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply