সাজেকে ডাম্পট্রাক খাদে পড়ে নিহত ৫

|

স্টাফ করেসপনডেন্ট, খাগড়াছড়ি:

রাঙ্গামাটি জেলার সীমান্তবর্তী সাজেকের উদয়পুরের সীমান্তবর্তী ৯০ ডিগ্রী নামক স্থানে ডাম্পট্রাক উল্টে ৫ শ্রমিক নিহত হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরোও কয়েকজন।

প্রাথমিকভাবে স্থানীয় একাধিক ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে এ তথ্য নিশ্চিত করা গেছে। তবে সংশ্লিষ্ট কেউই হতাহতের পরিচয় তাৎক্ষণিভাবে জানাতে পারেনি।

জানা যায়, খাগড়াছড়ির দীঘিনালা হয়ে সাজেক ইউনিয়নের সাজেক-উদয়পুর সড়কের নির্মাণাধীন কাজের জন্য ডাম্পট্রাকে করে শ্রমিক নেয়ার পথে ৯০ ডিগ্রি নামক স্থানে পৌঁছলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে এ হতাহতের ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সাজেক থানার পুলিশ রওনা করেছে। একইসাথে উদ্ধারকাজে সেনাবাহিনী রয়েছেন বলে জানা গেছে।

এদিকে নিহতের সংখ্যা বাড়তে পারে ধারণা করছে স্থানীয় সূত্র।

ঘটনাস্থল সাজেক থেকে আরোও ১৪ কিলোমিটার দূরে অর্থাৎ বাংলাদেশের শেষ সীমানা। এর পরবর্তী ভারতের শিলছড়ি সীমান্ত শুরু। যার ফলে যোগাযোগ ও নেটওয়ার্কিং সুবিধা না থাকায় এখন পর্যন্ত দুর্ঘটনার বিস্তারিত জানা সম্ভব হয়নি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply