ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেলেন সাইদা মুনা

|

জলবায়ু কূটনীতিতে অবদানের জন্য যুক্তরাজ্য ভিত্তিক ‘ডিপ্লোম্যাট’ ম্যাগাজিনের ‘ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড ২০২৪’ জিতেছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম। সোমবার (২২ এপ্রিল) লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের স্পিকার স্যার লিন্ডসে হোয়েল তাকে পুরস্কারটি হস্তান্তর করেন।

এর আগে, ২০২৩ সালে তিনি লন্ডনে নারী কূটনীতি নেটওয়ার্কের সভাপতি নির্বাচিত হন। তিনি সেন্ট জেমসের কোর্টে নারী রাষ্ট্রদূতদের একটি ফোরাম এবং আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের ১৩৩ তম অ্যাসেম্বলির নির্বাচিত প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। জলবায়ু কূটনীতিতে অসাধারণ অবদান রাখার জন্য ২০২২ সালেও তিনি ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছিলেন।

কূটনীতিতে অসামান্য অবদানের জন্য লন্ডনের ডিপ্লোম্যাট ম্যাগাজিন প্রতিবছরই এই পুরস্কারের আয়োজন করে থাকে। এই প্রতিযোগিতায় লন্ডনে থাকা ১৮০ দেশের আবাসিক কূটনীতিকরা ভোট দিয়ে থাকে।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply