জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ কোনো চাপ অনুভব করেনি: কাদের

|

জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ কোনো চাপ অনুভব করেনি, জাতীয় পার্টি কার চাপে নির্বাচনে অংশ নিয়েছে বিষয়টি তাদেরই পরিস্কার করতে হবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (২৮ এপ্রিল) শেখ জামালের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থানে এসব কথা বলেন তিনি। জানান, একসময় বোঝা ভাবলেও পাকিস্তান বর্তমানে বাংলাদেশের উন্নয়ন দেখে লজ্জা পায়। তবে এরপরও বিএনপি দেশের উন্নয়ন দেখতে পায় না।

দিনটি উপলক্ষ্যে সকালে বনানী কবরস্থানে আসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা। শ্রদ্ধা নিবেদন করেন শহীদ শেখ জামালের প্রতি। শ্রদ্ধা নিবেদন শেষে ৭৫ এর ১৫ই আগস্ট ঘাতকদের হাতে নিহতদের জন্য মোনাজাতে অংশ নেন উপস্থিত সকলে।

এ সময় ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিত করতেই ১৫ই আগস্ট নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত। ৪২ শতাংশ ভোট পড়ার মাধ্যমে জাতীয় নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে বলেও এ সময় দাবি করেন তিনি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply