পাঁচ জেলায় চলছে পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

|

ছবি- সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বাসের ধাক্কায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ, সড়কে নিরাপত্তাসহ চার দফা দাবিতে ৪৮ ঘণ্টার পরিবহণ ধর্মঘট পালন করছে বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলা। ‘বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ’-এর ডাকে রোববার (২৮ এপ্রিল) ভোর ৬টা থেকে শুরু হয়েছে এই ধর্মঘট।

জেলাগুলো হলো-চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছাড়ি ও বান্দরবান। রোববার সকাল থেকেই এসব জেলায় বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল। তবে সীমিত পরিসরে কিছু গাড়ি চললেও সেগুলো বাধা দিচ্ছে ধর্মঘট সমর্থকরা। এতে গণপরিবহন সংকটে যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে।

তবে এই ধর্মঘট প্রত্যাখ্যান করেছে চট্টগ্রাম টেম্পু-সিএনজি মালিক শ্রমিকরা। তারা সড়কে তিন চাকার বাহন নামিয়েছেন। এতে করে এসব গাড়িতে বেড়েছে যাত্রীর চাপ। কেউ গাড়ি পাচ্ছেন তো, অনেককেই দীর্ঘসময় অপেক্ষা করতে হচ্ছে। গাড়ি না পেয়ে বহু মানুষ হেঁটেই গন্তব্যে রওনা দিচ্ছেন। তীব্র গরমে এতে করে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply