বিচার পাওয়া দয়া নয়, সাধারণ মানুষের অধিকার: আইনমন্ত্রী

|

সারাদেশের লিগ্যাল এইড অফিসগুলো যাতে বিচারপ্রার্থী সাধারণ মানুষের ভরসার জায়গা হয় সে ব্যাপারে কাজ করতে নির্দেশনা দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, খরচ না করেই সাধারণ মানুষ লিগ্যাল এইড অফিসে আইনগত সহায়তা পাবে। বিচার পাওয়া দয়া নয়, সাধারণ মানুষের অধিকার।

রোববার (২৮ এপ্রিল) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন আইনমন্ত্রী।

বিকল্প বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত মামলাগুলো যাতে সারাদেশের মানুষ আইনগত সহায়তা অফিসে গিয়ে আপোষ করতে পারে সে ব্যাপারে আরও মনোযোগী হয়ে কাজ করার আহ্বান জানান আনিসুল হক। ২০০০ সাল থেকে শুরু হওয়া লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সারাদেশে দেড় লাখের উপরে মামলার নিষ্পত্তি হয়েছে বলেও জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, এটি দেশের গরীব মানুষের জন্য বিনা পয়সায় বিচার পাওয়ার জায়গা। এর বিচার প্রক্রিয়া নিয়ে আরও প্রচার করতে হবে। যাতে সাধারণ মানুষ লিগ্যাল এইড অফিসকে বিচার পাওয়ার জন্য ভরসার জায়গা মনে করে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply