নিরাপত্তায় জাতীয় নির্বাচনকেও ছাড়িয়ে যাবে উপজেলা ভোট: ইসি আলমগীর

|

জাতীয় নির্বাচন থেকেও উপজেলা ভোটে কেন্দ্রের নিরাপত্তা আরও বেশি জোরদার করা হয়েছে। জাতীয় নির্বাচন একদিনেই হয়েছে কিন্তু উপজেলা ভোট কয়েক দফায় হবে। এ কারণেই এটি সম্ভব হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

আজ রোববার (২৮ এপ্রিল) গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মো. আলমগীর বলেন, জাতীয় নির্বাচন থেকে দ্বিগুণ ফোর্স উপজেলা নির্বাচনে দায়িত্বে থাকবে। ভোটাররা নির্বিঘ্নে ভোটপ্রদান করতে পারবে। জনগণ যাকে ভোট দেবে, তিনিই নির্বাচিত হবেন। কোনো ভয়ভীতি বা শক্তি প্রদর্শন করে ভোট আদায় করা যাবে না।

মো. আলমগীর আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যতোটুকু কঠোর হওয়া দরকার, ততোটুকু কঠোর হতে হবে। কেউ যদি নমনীয় থাকে, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, এবার উপজেলা নির্বাচন চার ধাপে অনুষ্ঠিত হবে। ৮ মে প্রথম ধাপে ১৪৮টি উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ২১ মে, তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে এবং চতুর্থ ও শেষ ধাপে ৫৫ উপজেলায় ভোট হবে ৫ জুন। নির্ধারিত দিনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হবে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply