হত্যা মামলার হাজিরা দিতে এসে গাঁজাসহ যুবক আটক

|

নড়াইল প্রতিনিধি:

নড়াইল জজ কোর্টে একটি হত্যা মামলার হাজিরা দিতে এসে গাঁজাসহ ইব্রাহিম সরদার (১৯) নামে এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। রোববার (২৮ এপ্রিল) নড়াইল জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে। আটককৃত ইব্রাহিম সরদার লোহাগড়া উপজেলার রামকান্তপুর এলাকার ইসরাফিল সরদারের ছেলে।

জানা গেছে, রোববার ইব্রাহিম একটি হত্যা মামলায় হাজিরা দিতে আসে। দুপুরের দিকে আদালত চত্বর থেকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম তার দেহ তল্লাশি করলে পকেট থেকে দুই টোপলা গাঁজা উদ্ধার করে। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে ইব্রাহিমকে ১২ দিনের বিনাশ্রাম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থ দণ্ড জরিমানা করেন নড়াইল জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।

এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক শাহরিয়ার হোসেন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জজ কোর্ট চত্বর থেকে দুই টোপলা গাঁজাসহ এক যুবককে আটক করি। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে সাজা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply