বগুড়া ব্যুরো:
বগুড়া শহরের একটি টিনশেড বাড়িতে বিস্ফোরণের ঘটনায় তিন শিশুসহ চারজন আহত হয়েছেন। রোববার (এপ্রিল) রাতে মালতিনগর মোল্লাপাড়া এলাকার ওই টিনশেড বাড়িতে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে তাসনিম বুশরা নামের এক শিশুর অবস্থা জনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
প্রত্যক্ষদর্শী ও বনানী পুলিশ ফাঁড়ি জানায়, রাত সাড়ে নয়টার দিকে বিকট শব্দ শুনে তারা দেখতে পান প্রতিবেশী রেজাউল করিমের টিনশেড বাড়ির বেশিরভাগ অংশ বিধ্বস্ত হয়ে পড়ে আছে। আর দেয়ালের নিচে চাপা পড়ে আছে তার স্ত্রীসহ তিন শিশু। বিস্ফোরণে রেজাউলের স্ত্রী রেবেকা সুলতানা, তাদের মেয়ে সুমাইয়া, রেজাউলের ভাতিজি জিম এবং প্রতিবেশী আলী হোসেনের ১৪ বছর বয়সী মেয়ে তাসনিম বুশরা আহত হয়। তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রেজাউল করিমের বাড়িতে আতশবাজি বানানোর কাজ হতো। কী কারনে বিস্ফোরণ ঘটেছে প্রাথমিকভাবে তা নিশ্চিত না করলেও পুলিশ জানিয়েছে আতশবাজি কিংবা বাসায় থাকা দাহ্যপদার্থের কারণে ভয়াবহ বিস্ফোরণ ঘটে থাকতে পারে বাড়িটিতে। কী কারণে এমন বিস্ফোরণ ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে।
/আরআইএম
Leave a reply