বহুতল ভবন থেকে পড়েও, অলৌকিকভাবে বেঁচে গেলো ৮ মাসের শিশু। রোমহর্ষক ঘটনার সাক্ষী হলো ভারতের চেন্নাই। রুদ্ধশ্বাস অভিযানের মধ্য দিয়ে উদ্ধার করা হয় শিশুটিকে।
নাটকীয় এ ঘটনার একটি ভিডিও এরইমধ্যে ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। জানা যায়, চারতলা থেকে দোতলার বারান্দার চালের ওপর পড়ে শিশুটি।
ভিডিওতে দেখা যায়, টিনের চালের কিনারায় ঝুলছিল শিশুটি। স্থানীয়দের নজরে আসায় শুরু হয় ছোটাছুটি। উদ্ধারে এগিয়ে যায় ভবনের তিন বাসিন্দা। বিপদ এড়াতে, দ্রুত নিচ বরাবর বড় চাদর মেলে ধরে প্রতিবেশীরা। কোনো দুর্ঘটনা ছাড়াই, বারান্দার প্রান্ত থেকে উদ্ধার হয় শিশুটিকে। এ ঘটনার পরও শিশুটি পুরোপুরি সুস্থ।
এটিএম/
Leave a reply