মোনাকোর হারে তিন ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন পিএসজি

|

তিন ম্যাচ হাতে রেখেই ফরাসি লিগ শিরোপা জিতলো পিএসজি। রোববার (২৮ এপ্রিল) লিও’র কাছে মোনাকো হেরে যাওয়ায় শিরোপা নিশ্চিত হয় ফরাসি জায়ান্টদের।

শনিবার নিজেদের ম্যাচে ড্র করায় শিরোপা জয়ের অপেক্ষা বাড়ে পিএসজির। তবে পরদিন শিরোপা রেসে থাকা মোনাকো লিওর কাছে ৩-২ গোলের ব্যবধানে হেরে যায়। আর এতেই চ্যাম্পিয়ন নিশ্চিত হয় এনরিক শিষ্যদের।

লিগে পিএসজির হ্যাটট্রিক শিরোপা এটি। সবমিলিয়ে ১২তম লিগ শিরোপা জিতলো প্যারিসের এই দলটি। শক্তি-সামর্থ্য, অন্যদের সঙ্গে যে পার্থক্য, তাতে পিএসজি লিগ জিততে না পারলেই হতো বড় অঘটন। চলতি মৌসুমে আরও দুটি শিরোপার হাতছানি আছে পিএসজির সামনে। ফরাসি কাপের ফাইনালে উঠেছে তারা। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও পৌঁছে গেছে দলটি।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply