গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৩৩ দশমিক ৯৮ শতাংশ

|

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৩৩ দশমিক ৯৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এ ফলাফল প্রকাশ করেন।

তিনি বলেন, এবার গুচ্ছ পদ্ধতিতে বিজ্ঞান অনুষদে মোট আবেদন করেন এক লাখ ৭০ হাজার ৫৯৯ জন। তার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১ লাখ ৪৯ হাজার ৩৯১ জন শিক্ষার্থী। এই ইউনিটে পাসের হার ৩৩ দশমিক ৯৮ শতাংশ। অর্থাৎ পাস করেছে ৫০ হাজার ৭৬০ জন।

পরীক্ষায় রেদোয়ানুল হক মারুফ নামের এক শিক্ষার্থী সর্বোচ্চ ৭৭ দশমিক ২৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন। ড. আনোয়ার হোসেন আরও বলেন, পরীক্ষায় ৭৫ নম্বরের ওপরে ২ জন, ৭০ নম্বরের ওপরে ৪ জন, ৬৫ নম্বরের ওপরে ২০ জন, ৬০ নম্বরের ওপরে ৮৪জন, ৫৫ নম্বরের ওপরে ৪৪০ জন, ৫০ নম্বরের ওপরে ২ হাজার ২২ জন, ৪৫ নম্বরের ওপরে ৬ হাজার ৭১৬ জন, ৪০ নম্বরের ওপরে ১৩ হাজার ৩৪৬ জন, ৩৫ নম্বরের ওপরে ৩১ হাজার ২১৭ জন এবং পাস মার্ক ৩০-এর ওপরে পেয়েছে ৫০ হাজার ৭৬০ জন শিক্ষার্থী। শিক্ষার্থীরা রাত ১১টা ৫৯ মিনিট থেকে গুচ্ছের নির্ধারিত ওয়েবসাইটে ঢুকে ফলাফল দেখতে পারবে।

প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল দেশের ২৩টি মূল কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ৩ মে ‘বি’ (মানবিক) ও ১০ মে ‘সি’ (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য https://gstadmission.ac.bd/ ওয়েবসাইটে পাওয়া যাবে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply