ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো, অস্ত্রসহ গ্রেফতার ‘ডাকাত’

|

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ চক্রের সদস্য তৈয়ব আলীকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার দেয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো ছুড়িসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩০ এপ্রিল) ভোরে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের সোহাগ মিয়ার লিচুবাগান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত তৈয়ব একই ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মতিউর রহমান।

তিনি জানান, মঙ্গলবার ভোররাতে শ্যামপুর গ্রামের সোহাগ মিয়ার লিচুবাগানের ভেতর ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল কয়েকজন ডাকাত। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালালে ডাকাত সদস্যরা দৌড়ে পালিয়ে যায়। তবে তৈয়ব আলী নামে একজনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মাটি খুঁড়ে ধারালো দা, ছুড়ি ও বেকিসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি ডাকাতির মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তৈয়ব আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply