তথ্য ফাঁসের দায়ে ফেসবুককে ৫ লাখ পাউন্ড জরিমানা

|

ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি এবং তথ্য ফাঁসের দায়ে ফেসবুককে ৫ লাখ পাউন্ড জরিমানা করলো ব্রিটেন। বৃহস্পতিবার এই তথ্য জানায় ব্রিটিশ তথ্য কমিশন।

ব্রিটিশ তথ্য কমিশনের প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ জরিমানা করা হল সামাজিক যোগাযোগ মাধ্যমটিকে। কর্তৃপক্ষ জানিয়েছে, ২০০৭ থেকে ২০১৪ সালের মধ্যে কয়েক কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য অ্যাপলিকেশন ডেভেলপারদের কাছে সরবরাহ করেছে ফেসবুক। এসব ব্যবহারকারীদের বেশিরভাগই মার্কিন ও ব্রিটিশ নাগরিক ছিলেন।

ব্রিটিশ তথ্য কমিশনের অভিযোগ, ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা দিতে প্রযুক্তিগত দিক দিয়ে যথেষ্ঠ শক্তিশালী নয় ফেসবুক। একের পর এক সাইবার হামলা এবং কোটি কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরিকে কেন্দ্র করে সম্প্রতি বেশ সমালোচিত সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

এমনকি মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের ব্যাপারে জড়িত থাকার অভিযোগও ওঠে ফেসবুকের বিরুদ্ধে। এদিকে ১০ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহারের অভিযোগ ওঠে তদন্ত পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply