দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

|

তীব্র থেকে অতি ‍তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সারাদেশের মানুষের। এই গরমে অফিস-বাসাবাড়ি, মার্কেট সর্বত্র এসি, ফ্যান, ফ্রিজসহ চার্জার ডিভাইস ব্যবহারের প্রবণতাও থাকে বেশি। ফলে অন্য সময়ের তুলনায় বিদ্যুতও ব্যবহার হয় বেশি। আর এর মধ্যেই দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে আজ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত ৯টার দিকে বিদ্যুৎ উৎপাদনের নতুন এ রেকর্ড হয়। আর পৌনে ১০টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

জানানো হয়েছে, আজ এ সময় পর্যন্ত ১৬ হাজার ৪৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এর ফলে দেশের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনে আগের সব রেকর্ড ভেঙে গেছে। এর আগে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল গত ২২ এপ্রিল রাত ৯টায়, ১৬ হাজার ২৩৩ মেগাওয়াট।

বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে পাওয়া তথ্য বলছে, দেশে এখন বিদ্যুৎ উৎপাদনসক্ষমতা প্রায় ২৬ হাজার মেগাওয়াট। উৎপাদন করা হচ্ছে ১৩ হাজার থেকে সাড়ে ১৫ হাজার মেগাওয়াট পর্যন্ত। চাহিদা আছে সাড়ে ১৩ হাজার থেকে ১৭ হাজার মেগাওয়াট।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply