মে দিবসে নানা কর্মসূচি পালন করছে শ্রমিক সংগঠনগুলো

|

মহান মে দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন করছে শ্রমিক সংগঠনগুলো। বুধবার (১ মে) সকালে শ্রমিকদের খাদ্য এবং নিরাপত্তার দাবিতে র‍্যালির আয়োজন করেছে বাংলাদেশের জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগ।

রাজধানীর আগারগাঁওয়ের পুরানো বাণিজ্য মেলা মাঠ থেকে বের হয় র‍্যালিটি। এতে যোগ দেন শতশত গার্মেন্টস কর্মী ও শ্রমিকরা। এ সময় তারা শ্রমিকদের অধিকার আদায়ে বিভিন্ন স্লোগান দেন। শ্রমিকদের রেশন ব্যবস্থার পাশাপাশি কর্মস্থলে আরও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর দাবি করেন তারা।

এছাড়া মাতৃত্বকালীন ৬ মাসের ছুটি পাশাপাশি কর্মস্থলে নারী পুরুষসহ সকল বৈষম্য দূর করার দাবি জানান শ্রমিকরা। সেইসাথে পেনশন ভাতাসহ শ্রম নিরাপত্তা আইন সংশোধনে দাবিও জানান তারা।
/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply