জাফরুল্লাহ’র গণস্বাস্থ্য কেন্দ্রে ভাঙচুর, লুটপাটসহ শিক্ষার্থীদের লাঞ্ছিত করার অভিযোগ

|

আশুলিয়ায় ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্রের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র-পিএইচএ ভবনের ভেতরে ঢুকে ভাঙচুর, লুটপাট, মারধরসহ শিক্ষার্থীদের লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শুক্রবার দুপুরে আশুলিয়ার মির্জানগর এলাকায় পিএইচএ ভবনে এ ঘটনা ঘটে। এসময় গণবিশ্ববিদ্যালয়ের ছাত্র ঝালকাঠিতে র‍্যাবের গুলিতে এক পা হারানো লিমন হোসেনকে পিটিয়ে তার ডান হাত ভেঙে দিয়েছে হামলাকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভারের মির্জানগর এলাকায় ১৫ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত পিএইচএ ভবনের জমিতে কটন টেক্সটাইল ক্রাফটস লিমিটেড নামের ব্যানার ঝুলিয়ে দেয় বহিরাগতরা। সে সময় হামলাকারীরা পিএইচএ ভবনের বিভিন্ন কক্ষ ও গণবিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হোস্টেলে হামলা চালিয়ে ভাঙচুর করে।

এসময় লিমনসহ কয়েকজন শিক্ষাথী প্রতিবাদ করায় তাদের ওপর চড়াও হয় হামলাকারীরা। এসময় তারা লিমনকে মারপিট করে তার ডান হাত ভেঙ্গে দেয়। হামলা হয় কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের বাসভবন ও গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসেও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply