শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মাহিন্দা রাজাপাকশে

|

শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশে। শুক্রবার, প্রধানমন্ত্রীর পদ থেকে রনিল বিক্রমাসিংহেকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা শিরিসেনা।

একইদিন মন্ত্রিসভাও ভেঙ্গে দেন প্রেসিডেন্ট। সম্প্রতি ভারতের কাছে একটি বন্দর ইজারা দেয়ার প্রকল্প নিয়ে দ্বন্দ্বে জড়ান দু’নেতা। যার জেরে জোট সরকার থেকে বেরিয়ে যায় শিরিসেনার দল, ইউপিএফএ।

২০১৫ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্টের অন্যতম সহযোগী ছিলেন রনিল। শ্রীলঙ্কান সংবিধান অনুযায়ী, পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দলের কোনো প্রতিনিধিকে সরকারপ্রধানের দায়িত্ব দেয়ার ক্ষমতা রাখেন প্রেসিডেন্ট।

যদিও, বিক্রমাসিংহেকে অপসারণের পদক্ষেপ অসাংবিধানিক বলছেন বিরোধীরা। প্রেসিডেন্টের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply