টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে শ্রীলঙ্কা-স্কটল্যান্ড

|

আগামী ৩ অক্টোবর মাঠে গড়াবে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ইতোমধ্যে সেই টুর্নামেন্টের সূচিও প্রকাশ করেছে আইসিসি। টুর্নামেন্টে দুই গ্রুপে অংশ নেয়া দশটি দলের ভেতর আটটি দল আগেই নিশ্চিত হয়ে গেছিলো। বাকি ছিলো দুটি দল যারা সংযুক্ত আরব আমিরাতে মূল টুর্নামেন্টের বাছাইপর্ব খেলছে। তবে সেই জায়গা দুটি দখলে নিয়ে ঢাকার বিমান ধরার লড়াইয়ে জায়গা করে নিলো শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড।

রোববার (৫ মে) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দুটি সেমিফাইনালে জয় পায় স্কটিশ ও লঙ্কানরা। এদিন আয়ারল্যান্ডকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারায় স্কটল্যান্ড এবং স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ১৫ রানে হারিয়ে মূল টুর্নামেন্টে জায়গা পোক্ত করে শ্রীলঙ্কা।

এদিকে মঙ্গলবার একই স্টেডিয়ামে মুখোমুখি হবে বাছাইপর্বের দুই ফাইনালিস্ট। ম্যাচের জয়ী দল বিশ্বকাপের মূলপর্বে এ গ্রুপে থাকবে এবং রানার্সআপ দল খেলবে বি গ্রুপে। বাংলাদেশ যেহেতু বি গ্রুপে, তাই বাছাইপর্বের রানার্সআপকে নিজেদের প্রথম ম্যাচে পাবে নিগার সুলতানা জ্যোতির দল।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply