প্রায় ২৩ লাখ টাকা ও ১০ সহযোগীসহ সুজানগর উপজেলা চেয়ারম্যান আটক

|

উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন

পাবনা করেসপনডেন্ট:

পাবনার সুজানগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ নেতা শাহীনুজ্জামান শাহীনকে ১০ সহযোগীসহ আটক করেছে র‍্যাব। এসময় জব্দ করা হয়েছে শাহীনের উপজেলা নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ি ও ২২ লাখ ৮২ হাজার সাতশ টাকা।

সোমবার (৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সুজানগরের চর ভবানীপুর এলাকা থেকে তাকে আটক করে র‍্যাব-১২ এর পাবনা ক্যাম্পের একটি দল। শাহীন সুজানগর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান জানান, আগামীকাল (বুধবার) উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে সুজানগর উপজেলা নির্বাচন উপলক্ষ্যে র‍্যাবের নিয়মিত টহল দল সুজানগরের চর ভবানীপুর এলাকায় টহল দিচ্ছিল। এসময় সন্দেহ হওয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহীনুজ্জামান শাহীন ও তার দশ সহযোগীকে আটক করা হয়। এ সময় তার গাড়িতে রাখা দুই ব্যাগ ভর্তি ২২ লাখ ৮২ হাজার সাতশ টাকাও জব্দ করা হয়।

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, জেলা রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। তিনি এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

এদিকে শাহীনুজ্জামান শাহীনকে আটকের খবরে তার সমর্থকরা সুজানগর থানা ঘেরাও করে বিক্ষোভ করে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply