২ দিন পর মেঘনায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

|

গজারিয়া ও মেঘনা করেসপনডেন্ট:

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে গোসল করতে নেমে দুইদিন ধরে নিখোঁজ আলিফ নামে ওই কিশোরের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার (৭ মে) সকাল পৌনে নয়টার দিকে হোসেন্দী এলাকার সিটি অর্থনৈতিক অঞ্চল সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আলিফ গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের ফয়সাল প্রধানের ছেলে। সে চলতি বছর স্থানীয় ভবেরচর ওয়াজির আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলো।

আরও পড়ুন: বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ কিশোর

উল্লেখ্য, গত রোববার (৫ মে) নয় জন বন্ধু মিলে দুপুর সাড়ে বারোটার দিকে মেঘনা সেতুর নিচে মেঘনা নদীতে গোসল করতে যায় আলিফ ও তার বন্ধুরা। বন্ধুদের মধ্যে সবাই সাঁতার জানলেও একমাত্র আলিফ সাঁতার জানতো না। একপর্যায়ে সাঁতরে বন্ধুদের কাছে যেতে চাইলে স্রোতে ভেসে যায় আলিফ। পরে তাকে খুঁজে না পাওয়া গেলে আলিফের পরিবার এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

বিষয়টি নিয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. রাজিব খান জানান, লাশটি উদ্ধার করার খবর পেয়েছেন তিনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply